বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল: ১৯৬৮
"মানুষ গড়ার কারখানা"—এই মহান দর্শনকে সামনে রেখে ১৯৬৮ সালে আমি বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। তখনকার দিনে শিক্ষার আলো সর্বত্র পৌঁছায়নি। গ্রামের সাধারণ মানুষের মাঝে শিক্ষা বিস্তার ছিল অত্যন্ত জরুরি, আর সেই দায়িত্ববোধ থেকেই এই বিদ্যালয়ের সূচনা।
আমার বিশ্বাস, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্য বইয়ের জ্ঞানই দেয় না, বরং একটি নৈতিক, দায়িত্ববান ও মানবিক প্রজন্ম গড়ে তোলে। বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় আজ সেই আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছে, যা আমার স্বপ্নেরই প্রতিফলন।
আমি আশা করি, বর্তমান শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাবে।
(প্রতিষ্ঠাতার নাম)
প্রতিষ্ঠাতা
বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়