(EIIN: 102002, BTEB Code: 000000, School Code: 1102, MPO Code : 6601101302) bsschool102002@gmail.com
  • Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

সভাপতির নাম

সভাপতির নাম

সভাপতি
বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়

সভাপতির বাণী

বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠিত: ১৯৬৮

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ী,

একটি জাতিকে সত্যিকারের উন্নতির পথে নিতে হলে প্রয়োজন যুগোপযোগী, নৈতিকতা-ভিত্তিক ও মানসম্মত শিক্ষা। বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় সেই লক্ষ্যেই ১৯৬৮ সাল থেকে আলোকবর্তিকার মতো কাজ করে যাচ্ছে। এ বিদ্যালয় শুধু একটি শিক্ষালয় নয়—এটি একটি প্রজন্ম গঠনের কর্মশালা।

সভাপতি হিসেবে আমি গর্বিত যে, আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার গুণগত মান বজায় রেখে, শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের শিক্ষার্থীরা আজ শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

আমাদের লক্ষ্য হলো একটি টেকসই ও মানবিক শিক্ষা পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী স্বপ্ন দেখবে, শিখবে এবং নেতৃত্ব দিতে শিখবে।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা নিজেদের বিশ্বাস করো, নিয়মিত চর্চা করো, এবং মানুষের মতো মানুষ হয়ে উঠার ব্রত নাও। মনে রেখো, শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়—এটি একটি জীবনদর্শন।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

(সভাপতির নাম)
সভাপতি
পরিচালনা পরিষদ
বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়